সাফল্য সম্পর্কে সৌরভ গাঙ্গুলীর উক্তি
সাফল্য সম্পর্কে সৌরভ গাঙ্গুলীর উক্তি :
“নিষ্ঠা, পরিশ্রম, পরিকল্পনা, বুদ্ধি আর ধৈর্যই হল সব সফলতার রেসিপি।”
— সৌরভ গঙ্গোপাধ্যায়
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
সোপান পত্রিকা, জানুয়ারি সংখ্যা ২০০৭,
বারবার কাদের কিনারা থেকে ফিরে আসা। মাটি কামড়ে পড়ে থেকে লড়াই। ওঠাপারা ভাঙ্গা গড়ার মধ্যেও আত্মবিশ্বাসী, আপসহীন। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছেলেবেলাতেই সিদ্ধান্ত ক্রিকেটই ক্যারিয়ার। ছিল ঝুঁকি, সঙ্গে প্রত্যয়। এগিয়েছেন ধৈর্য ধরে, মেপে পা ফেলে। শেষ পর্যন্ত মুচকি হেসেছে জীবন। ছেলেবেলার সেইসব নীরব প্রস্তুতির দিনগুলোর কথা সোপানের পাঠকদের জন্য কেপটাউন থেকে এক আনতে জানিয়েছিলেন আজকাল পত্রিকার ক্রীড়া সাংবাদিক দেবাশীষ দত্তকে।
এই সাক্ষাৎকারে দেবাশীষ দত্ত জিজ্ঞাসা করেছিলেন, আজকের তরুণদের জন্য একটা সাফল্যের রেসিপি বলবেন? এই জিজ্ঞাসার উত্তরেই তিনি বলেছিলেন,
পছন্দের বিষয় যা কিছু হতে পারে, ভেতরে একটা লড়াই থাকতে হবে। অন্যের সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে। নিষ্ঠা পরিশ্রম পরিকল্পনা বুদ্ধি আর ধৈর্যই হল সব সফলতার রেসিপি। সব তরুণ-তরুণীর পড়া বেলাটা প্রায় আমার মতই। শুধু ভালোবাসার বিষয় বেছে পরিকল্পনা করে অনুশীলন বাড়িয়ে যাও একদিন সফল হবেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন