হিংসার আগুন, শুধু অন্যের নয়, নিজেকেও পোড়ায়
হিংসার আগুন, শুধু অন্যের নয়, নিজেকেও পোড়ায়
“আগুন জ্বালাতে ভালো লাগে, সেই আগুনে অন্যকে পুড়তে দেখলেও মজা লাগে। কিন্তু ওই আগুনের আঁচ যখন নিজের গায়ে লাগে, সেদিনই কেবল বোঝা যায়, আগুনটা আসলে কী! এও বোঝা যায়, সেদিন ওই আগুনটা শুধু অন্যের গায়েই লাগাইনি, অজান্তে নিজের গায়েও লাগিয়েছিলাম।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন