জ্ঞান সম্পর্কে মাহদী মোহাম্মদীর উক্তি
জ্ঞান সম্পর্কে মাহদী মোহাম্মদীর উক্তি :
“জ্ঞান বোমা ফেলে ধ্বংস করা যায় না।”
— মাহদী মোহাম্মদী
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
১৩ই জুন ২০২৫ ইসরাইল ইরানের উপর বিমান হামলা চালায়। ইসরাইল দাবি করে, ইরান পারমানবিক বোমা তৈরি করার চেষ্টা করছে যা ইসরাইলের জন্য হুমকি। এবং সে কারণেই তারা ইসরাইলে বিমান হামলা চালিয়েছে। উদ্দেশ্য ইরানের পারমাণবিক স্থাপনা গুলির উপর আক্রমণ চালিয়ে তাকে ধ্বংস করা।
ফলে শুরু হয় ইজরাইল ও ইরানের মধ্যে পারস্পরিক বোমা হামলার প্রক্রিয়া। কিন্তু এই হামলায় শেষ পর্যন্ত ইরানকে চূড়ান্তভাবে পরাজিত করা যাবে না একথা ভেবে তারা তাদের বন্ধু রাষ্ট্র আমেরিকাকে ইরান আক্রমণের অনুরোধ জানায়। কারণ, ইরানের ফর্দো পারমানবিক স্থাপনা মাটির এতটাই গভীরে যে তা ইসরাইল ধ্বংস করতে পারবে না। এটা ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে একমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের আছে।
এই অনুরোধের প্রেক্ষাপটে শনিবার রাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা সহ আরও দুটো স্থাপনায় ‘B2 স্টিলথ যুদ্ধ বিমান’ BUNKER BLASTER বোমা নিয়ে বিমান হামলা চালায়। এই হামলার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের সামাজমাধ্যম ‘ট্রুথ’-এ দাবি করে :
“We have completed our very successful attack on the three nuclear site in Iran, including Fordow, Natanz and Esfahan. All planes are now outside of Iran air space. A full payload of BOMBS was dropped on the primary site Fordow. All place are safely on on there way home. Congratulation to our great American warriors. There is not another military in the world that could have done this. NOW IS THE TIME OF PEACE! Thank you for your attention to this matter.”
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানিয়ান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেন, ফর্দো স্থাপনাটি অনেক আগেই খালি করা হয়েছে। এবং এতে অপূরনীয় কোন ক্ষতি হয়নি। শোনা যায়নি বড় ধরনের কোন বিস্ফোরণের শব্দ। তিনি তাঁর সমাজ মাধ্যমে এ বিষয়ে বলতে গিয়ে এই মন্তব্যটি করেছেন। তিনি তঁর একাউন্টে লিখেছেন,
“ইরানের দৃষ্টিকোণ থেকে, খুব অদ্ভুত কিছু ঘটেনি। ইরান বেশ কয়েক রাত ধরে ফোরডোতে আক্রমণের জন্য অপেক্ষা করছে। স্থানটি অনেক আগেই খালি করা হয়েছে এবং আক্রমণে কোনও অপরিবর্তনীয় ক্ষতি হয়নি। দুটি বিষয় নিশ্চিত: প্রথমত, জ্ঞান বোমা ফেলে ধ্বংস করা যায় না, এবং দ্বিতীয়ত, জুয়াড়িরা এবার হেরে যাবে।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন