বাঙালি বিদ্বেষ সম্পর্কে অমর্ত্য সেন
বাঙালি বিদ্বেষ সম্পর্কে অমর্ত্য সেনের মন্তব্য :
‘‘শুধু বাঙালি বলে নয়, কোনও অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন— সেটায় আমাদের আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মারোয়াড়ি হোন। আপত্তি করার কারণ থাকবে।’’
— অমর্ত্য সেনউক্তিটি ইংরেজিতে পড়ুন :
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Amartya Sens comments on Bengali Hatred
Amartya-Sen's-comments-on-Bengali-Hatred
৩১ জুলাই ২০২৫ আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরে অমর্ত্য সেনের এই বক্তব্যটি প্রকাশিত হয়েছে। আনন্দবাজার ডট কম লিখেছে—
ভিন্রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘‘বাঙালিদের উপর যদি অত্যাচার, অবহেলা করা হয়, আমাদের আপত্তি থাকবে। তবে এটা শুধু বাঙালির প্রশ্ন নয়, গোটা ভারতের বিষয়।’’
বৃহস্পতিবার শান্তিনিকেতনে নিজের বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন অমর্ত্য। সেখানে তিনি বলেন, ‘‘শুধু বাঙালি বলে নয়, কোনও অঞ্চলের লোক অন্য জায়গায় হেনস্থা হচ্ছেন— সেটায় আমাদের আপত্তি থাকবে। তাঁরা বাঙালি হোন, পাঞ্জাবি হোন, মারোয়াড়ি হোন। আপত্তি করার কারণ থাকবে।’’
নোবেলজয়ীর মত, সকল মানুষকে সম্মান দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘ভারতবর্ষের নাগরিকদের অধিকার রয়েছে আনন্দ করে থাকার। সেগুলো আমাদের মানতেই হবে। কোনও ভারতীয় যদি ওড়িশা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হন, তা হলেও আমাদের আপত্তি থাকার কারণ থাকবে।’’ অমর্ত্যের বক্তব্য, সংবিধানেও বলা রয়েছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের উপরেই অধিকার রয়েছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন