আদর্শ সমাজ সম্পর্কে ডঃ বি আর আম্বেদকরের উক্তি
আদর্শ সমাজ সম্পর্কে ডঃ বি আর আম্বেদকরের উক্তি :
“আদর্শ সমাজ মানে এমন এক সমাজ যা স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্বের ধারণার উপর প্রতিষ্ঠিত।”
—ড. বি আর আম্বেদকর
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Dr. B. R. Ambedkar's quotes about ideal society
Dr.-B.-R.-Ambedkars-quotes-about-ideal-Society
Dr.-B.-R.-Ambedkars-quotes-about-ideal-Society
জাতিবর্ণের বিলয়ন (ব্লার্ব)
মূল গ্রন্থ : ‘অ্যানিহিলেশন অব্ কাস্ট’ (১৯৩৬)
অনুবাদ : প্রসূন ধর। সংবর্তক প্রকাশনা। প্রথম সংস্করণ। ২০২১।
“জাতপাতসৃষ্ট করুন পরিণতির গল্প শুনতে শুনতে আপনারা যদি ক্লান্ত হয়ে পড়েন তবে আমি অবাক হবো না। এরমধ্যে নতুনত্ব কিছু নেই। সমস্যাটির গঠনমূলক দিকে আমি আমার দৃষ্টি ফেরাচ্ছি। আপনারা যদি জাতিভেদপ্রথা না-চান, তাহলে আপনাদের কাছে আদর্শ সমাজের ধারণা ঠিক কী —এই প্রশ্নটি আপনাকে করা হবেই। একই প্রশ্ন আপনারা যদি আমাকে করেন, আমার উত্তর হবে : আদর্শ সমাজ মানে এমন এক সমাজ যা স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্বের ধারণার উপর প্রতিষ্ঠিত।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন