সাভারকারের ধর্ম বিশ্বাস সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের উক্তি
সাভারকারের ধর্ম বিশ্বাস সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের উক্তি :
![]() |
সাভারকারের ধর্ম বিশ্বাস সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের উক্তি |
“সাভারকার হিন্দু মহাসভার নেতা ছিলেন। সনাতন হিন্দু ছিলেন না।”
— পার্থ চট্টোপাধ্যায়
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Partha Chatterjee's quote about Savarkar's religious beliefs
Partha-Chatterjees-quote-about-Savarkars-religious-beliefs
নৃবিজ্ঞান এবং মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশীয় এবং আফ্রিকান স্টাডিজের এমিরিটাস অধ্যাপক
৪৫২ শেরমারহর্ন এক্সটেনশন,
৪৫২ শেরমারহর্ন এক্সটেনশন,
মেল কোড: ৫৫২৩,
মার্কিন যুক্তরাষ্ট্র
সাংবাদিক বিজলিরাজ পাত্র বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও নৃতত্ত্ববিদ পার্থ চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার গ্রহণ করেন, যা প্রকাশিত হয় ১৩ জুলাই রবিবার ২০২৫। রবিবারোয়ারির ‘কথা সিরিজ’-এর অন্তর্গত এই সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘পছন্দের কল্পকাহিনী ও ইতিহাসের ছদ্মবেশ...’
সাম্প্রতিক সময়ের বিভিন্ন আলোচিত ও আলোড়িত বিষয় নিয়ে এই সাক্ষাৎকার দেন সাংবাদিক বিজলী রাজ পাত্রকে। সাম্প্রতিক সময়ের বাবরি মসজিদ, সম্ভাজি সিনেমা, দলিত সমাজ থেকে শুরু করে অতি সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা কে কেন্দ্র করে আবর্তিত হয় সাক্ষাৎকারের বিষয়।
সাক্ষাৎকারের একটি পর্বে সাংবাদিক সাভারকার সম্পর্কে প্রশ্ন করেন। তার প্রশ্ন ছিল : যারা জেল থেকে সাভারকারের লেখা ক্ষমা পত্র দেখিয়ে তাকে দালাল বলেন বা প্রথম জীবনে জাতীয়তাবাদী নিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলেন তাদের সঙ্গে আপনি একমত নন। কেন?
এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “সাভারকার হিন্দু মহাসভার নেতা ছিলেন, কিন্তু সনাতন হিন্দু ছিলেন না। নিজেকে ঈশ্বর বিশ্বাসী বলতেন না। হিন্দু আচার-বিশ্বাসের সমালোচনা করতেন। একবার তিনি বলেছিলেন, যে গরু নিজের মলের উপর বসে থাকে তাকে হিন্দুরা ভক্তি ভরে পুজো করে, অথচ ডক্টর আম্বেদকরের মত পন্ডিতকে ঘৃণা করে!”
সাভারকারের এই ধরনের মন্তব্যের উৎস সম্পর্কে বলতে গিয়ে তিনি সাভারকারের মারাঠি ভাষায় লেখা বিভিন্ন রচনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সাভারকার যাকে বেদ প্রথার বিরুদ্ধে বহু আন্দোলন করেছেন। তাঁর লেখা বিশাল মারাঠি রচনা নিয়ে সাম্প্রতিক আলোচনা থেকে আমরা এসব জানতে পারছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন