হিন্দু ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি
হিন্দু ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তি :
“হিন্দুধর্ম— সমাজের প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন পঞ্চযজ্ঞের দ্বারা দেবতা, ঋষি, পিতৃপুরুষ, সমস্ত মনুষ্য ও পশুপক্ষীর সহিত আপন মঙ্গলসম্বন্ধ স্মরণ করিতে প্রবৃত্ত করিয়াছে।”
— রবীন্দ্রনাথ ঠাকুরউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস এবং প্রসঙ্গ জানুন :
Rabindranath Tagore's quotes about Hinduism
Rabindranath-Tagores-quotes-about-Hinduism
বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়ে তিনি এই মর্মে প্রবন্ধ লিখতে ও লেখাতে শুরু করেন। 'হিন্দুধর্ম— সমাজের প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন পঞ্চযজ্ঞের দ্বারা দেবতা, ঋষি, পিতৃপুরুষ, সমস্ত মনুষ্য ও পশুপক্ষীর সহিত আপন মঙ্গলসম্বন্ধ স্মরণ করিতে প্রবৃত্ত করিয়াছে।'('স্বদেশী সমাজ' ১৯০৪)। এই নিদান পালনের আহ্বান জানাচ্ছেন রবীন্দ্রনাথ। 'অতীতের রসে হৃদয়কে পরিপূর্ণ’ ('ব্রাহ্মণ' ১৯০২) করে দেওয়ার ডাক দিচ্ছেন। আমরা দেখি, ব্রাহ্মধর্ম বিদ্যালয়— 'ব্রহ্মচর্যাশ্রম’— এ অব্রাহ্মণ শিক্ষকদের ব্রাহ্মণ ছাত্ররা পায়ে হাত দিয়ে প্রণামের বদলে দূর থেকে নমস্কার করবে, বর্ণ অনুযায়ী শিক্ষক-ছাত্ররা ভিন্ন ভিন্ন পংক্তিতে খাবে, সংহিতায় যেরূপ উপদেশ আছে সেরূপ মেনে চলতে হবে— এমন নির্দেশ জারি করেছেন। (মনোরঞ্জন চট্টোপাধ্যায়কে লেখা চিঠি, ১৯০২)।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন