নাস্তিকতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
নাস্তিকতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি :
“ধর্মমোহের চাইতে নাস্তিকতা অনেক ভালো।”
— রবীন্দ্রনাথ ঠাকুরউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
১৯২৭-এ ধর্মতন্ত্রের কদর্যতায় বিরক্ত হয়ে রঁমা রঁলা'কে লিখলেন, এ দেশে এখন flood of atheism দরকার। ‘রাশিয়ার চিঠি'তে লিখলেন, ‘ধর্মমোহের চাইতে নাস্তিকতা অনেক ভালো।' 'রক্তকরবী' নাটকে আমরা দেখি, যক্ষপুরীর স্বার্থ অটুট রাখতে সরদার ও গোঁসাই একজোট। চাবুকের বাড়ি খেয়ে বিশু নন্দিনীকে বলছে, 'চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে। যে রশিতে এই চাবুক তৈরী সেই রশির সুতো দিয়েই ওঁদের গোঁসাইয়ের জপমালা তৈরী।'
শাসনতন্ত্রের সঙ্গে ধর্মতন্ত্রের যোগ এমন তীব্রভাবে তুলে ধরার দৃষ্টান্ত বিশ্বসাহিত্যে বিরল। ১৯৩৫-এ অমিয় চক্রবর্তীকে এক চিঠিতে লিখেছেন, ‘মানুষের সভ্যতার যে-রূপ আমাদের সামনে বর্তমান, সে সভ্যতা মানুষ-খাদক। তার আরাম, তার ঐশ্বর্য, এমনকী তার সংস্কৃতি মাথা তোলে নিম্নতলস্থ মানুষের পিঠে চড়ে।'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন