বাংলা ভাষা সম্পর্কে অমিত মালব্যের মন্তব্য :
“বাঙালি বলতে জাতি পরিচয় বোঝায়, ভাষাগত ঐক্য নয়। বস্তুত বাংলা বলে এমন কোন ভাষায় নেই, যা সবকটা বৈচিত্র্য কে ধরতে পারে।”
—অমিত মালব্য
উক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Amit Malviya's comments on the Bengali language
Amit-Malviyas-comments-on-the-Bengali-language
বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্তা নিয়ে বিজেপির সোশ্যাল মিডিয়ার আইটি সেল এর প্রধান যে ব্যঙ্গক্তি করেছেন তা নিয়ে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি আন্দোলিত হয়ে উঠেছে। তিনি লিখেছেন, “বাঙালি বলতে জাতি পরিচয় বোঝায়, ভাষাগত ঐক্য নয়। বস্তুত বাংলা বলে এমন কোন ভাষায় নেই, যা সবকটা বৈচিত্র্য কে ধরতে পারে। অনুপ্রবেশকারী চিহ্নিত করতে বাংলাদেশী ভাষার উল্লেখ করে দিল্লি পুলিশ ঠিকই করেছে। ভারতে বলা বাংলার থেকে স্বতন্ত্র উপভাষা, বাক্য গঠন, গুলি বোঝাতেই এই পরিভাষা ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের সরকারি ভাষা শুধু ধনীগতভাবে পৃথক নয়, তাতে সিলেটের মত উপভাষা আছে, যা ভারতের বাঙালিরা মোটেই বোঝেন না।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন