ধর্ম ও রাজনীতি সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ধর্ম ও রাজনীতি সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি:
“আদর্শের উল্লেখ যখন করবো, তখনই বৃহৎ আদর্শ, কল্যাণের আদর্শ, গৌরবের আদর্শের কথাই স্মরণ করবো। কেবল মহামানবের আদর্শ গ্রহণ করবো, তাকে ভারতের আদর্শ, এশিয়ার আদর্শ, হিন্দুর আদর্শ এদিক দিয়ে কিছুতেই বিচার করবো না। ...বড় বড় ঈশ্বরবিশ্বাসী ভক্তের দলই এযাবৎ দেশের পলিটিক্স নিয়ে নাড়াচাড়া করেছে। যাদের হওয়া উচিত ছিল সন্ন্যাসী, তারা হলেন পলিটিসিয়ান। তাই ভারত পলিটিক্সে এতবড় দুর্গত।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন