গজায় গণহত্যা সম্পর্কে ভ্যালারি জিঙ্কের উক্তি
গজায় গণহত্যা সম্পর্কে ভ্যালারি জিঙ্কের উক্তি :
“গাজায় সাংবাদিকদের পরিকল্পিত হত্যাকে রাইটার্স যেভাবে লাগাতার সমর্থন দিয়ে চলেছে, তাতে ওদের সঙ্গে আর কাজ করা যায় না। প্রভাবশালী একাধিক মিডিয়া আসলে ইজরায়েলের যুদ্ধাপরাধ ঢাকার কাজ করে যাচ্ছে।”
— ভ্যালারি জিঙ্কউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Valerie Zink's quote about the massacre in Gaza
Valerie-Zinks-quote-about-the-massacre-in-Gaza
ভ্যালারি জিঙ্ক একজন কানাডিয়ান চিত্র সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর সঙ্গে প্রায় এক দশক ধরে চিত্র সাংবাদিকতা করছেন। ২৫ আগস্ট ২০২৫ সোমবার ‘আল নাসের হাসপাতালে’ যে সাংবাদিকদের হত্যাকাণ্ড ঘটেছে তিনি তাঁর নিন্দা করেছেন। সেইসঙ্গে তিনি লিখিতভাবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ থেকে পদত্যাগ করেছেন। নিজের প্রেস আইডি কার্ড ছিঁড়ে ফেলে তিনি প্রতিবাদ ও জানিয়েছেন। তিনি ‘রাইটার্সের ভূমিকা ও তাদের সাজানো খবর’ প্রচারের মাধ্যমে ইজরাইলি কর্মকান্ডকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।
আল শিফা হাসপাতালে বাইরে সাংবাদিকদের টেন্টে হামলা চালিয়ে ৬ সাংবাদিক খুনের দু সপ্তাহের মাথায় সোমবার ২৫ আগস্ট ২০২৫ আল নাসের হাসপাতালে হামলায় আরও ছয় সাংবাদিককে মেরে ফেলার অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। এই সাংবাদিকরা প্রত্যেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, গত ২২ মাসে ২০০রও বেশি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল।
আল নাসের হাসপাতালে হামলায় সাংবাদিক মৃত্যু নিয়ে রাইটারসের এক মুখপাত্র বলেন, গাজায় ইসরাইলি হামলায় আমাদের চুক্তিবদ্ধ কর্মী হুসাম আল মাসরির মৃত্যু এবং আমাদের আর এক সাংবাদিক হাতেম খালেদের আহত হওয়ার খবরে আমরা শোকাহত।’
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক মুখপাত্র জানান, তাদের চিত্র সাংবাদিক মোঃ সালামা ওই হামলায় নিহত হয়েছেন। আল জাজিরা তাদের বিবৃতিতে জানিয়েছে, “ইসরাইলি দখলদার বাহিনী আসলে সত্যকে চাপা দিতেই অত্যন্ত পরিকল্পিত অভিযানের অংশ হিসাবে সাংবাদিকদের সরাসরি টার্গেট করে মারছে।”
এই ঘটনার প্রতিবাদে কানাডিয়ান চিত্র সাংবাদিক ভ্যালারি জিঙ্ক উপরের উক্তিটি করেছেন। তিনি বলেন, “রাইটার্স আজ আর সংবাদ সংস্থা নয়, বরং প্রোপাগান্ডার কনভেয়ার বেল্টে পরিণত হয়েছে, যা সাংবাদিকদের মৃত্যুর পথ সুগম করছে গাজায়। নিজের সংস্থার সাংবাদিকদের সঙ্গেই প্রতারণা করছে রয়টারস।”
শুধু তাই নয়, তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এ লিখেছেন, “গাজায় সাংবাদিকদের পরিকল্পিত হত্যাকে রয়টার্স যেভাবে লাগাতার সমর্থন দিয়ে চলেছে, তাতে ওদের সঙ্গে আর কাজ করা যায় না প্রভাবশালী একাধিক মিডিয়া আসলে ইজরায়েলের যুদ্ধ অপরাধ ঢাকার কাজই করে যাচ্ছে।”
ভ্যালারির আরও দাবি, রাইটার্স এবং বেশ কিছু পশ্চিমী সংবাদ মাধ্যম ইজরাইলের সম্পূর্ণ ভিত্তিহীন দাবি যাচাই না করেই প্রচার করে চলেছে। সাংবাদিকদের যেভাবে হামাস ঘনিষ্ঠ বলে দেখে দেয়া হচ্ছে, তারও প্রতিবাদ করেন তিনি।
এই সময়। ২৮ আগস্ট ২০২৫।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন