হিন্দু মেলা সম্পর্কে যোগেশচন্দ্র বাগল
‘হিন্দু মেলা’ সম্পর্কে যোগেশচন্দ্র বাগলের মন্তব্য :
“হিন্দু মেলা প্রথমে হিন্দুদের বিভিন্ন শ্রেণীর মধ্যে একতা সম্পাদন করিতে অগ্রসর হন যাহাতে সকলেই কায়মনে জাতীয় উন্নতি বিষয়ে সহায়তা করিতে পারে। এই ধারণা ক্রমে অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও অনুক্রমিত হইতে থাকে এবং সপ্তম দশকের মধ্যভাগেই হিন্দু মুসলমান খ্রিষ্টান সকল সম্প্রদায়েরই উন্নতিকল্পে একযোগে চেষ্টা চলিতে আরম্ভ হয়।”
—যোগেশচন্দ্র বাগলউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
সম্পাদকীয় নিবন্ধন,
সিলেটি নাকি বাংলা নয়
আবাহন দত্ত : এই সময় সংবাদপত্র,
২৯ আগস্ট, ২০২৫।
হিন্দু মেলা প্রথমে হিন্দুদের বিভিন্ন শ্রেণীর মধ্যে একতা সম্পাদন করিতে অগ্রসর হন যাহাতে সকলেই কায়মনে জাতীয় উন্নতি বিষয়ে সহায়তা করিতে পারে। এই ধারণা ক্রমে অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও অনুক্রমিত হইতে থাকে এবং সপ্তম দশকের মধ্যভাগেই হিন্দু মুসলমান খ্রিষ্টান সকল সম্প্রদায়েরই উন্নতিকল্পে একযোগে চেষ্টা চলিতে আরম্ভ হয়। হিন্দুদের সম্মেলন-স্পৃহা যখন কার্য্যে পরিণত হইল তখন ইহা শুধু তাহাদের মধ্যেই নিবদ্ধ রহিল না, এক ভারতীয় মহাজাতি গঠনের জন্য অন্যান্য সম্প্রদায়কেও ইহার মধ্যে টানিয়া আনা হইল। ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একই উদ্দেশ্যে ভারতীয় মহাজাতির ঐক্য সংসাধনের এক একটি ধাপ।
Yogesh Chandra Bagal about Hindu Mela
Yogesh-Chandra-Bagal-about-Hindu-Mela
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন