বাঙালি মধ্যবিত্ত সম্পর্কে অশোক মিত্রের মন্তব্য
বাঙালি মধ্যবিত্ত সম্পর্কে অশোক মিত্রের মন্তব্য :
“মধ্যবিত্ত বিবেক অল্পেই তুষ্ট হয়, তুষ্ট হতে পাশ ফিরে ঘুমায়।”
— অশোক মিত্রউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
বাঙালি মধ্যবিত্ত সম্পর্কে অশোক মিত্র এই মন্তব্য করেছেন তাঁর লেখা ‘সমাজ সংস্থা / আশা নিরাশা’ নামক গ্রন্থে। এই গ্রন্থের ১৪৪ পাতায় তিনি এই মন্তব্যটি করেছেন।এই মন্তব্যটির আরও উল্লেখ পাওয়া যায় সম্পাদক ও প্রকাশক অনিল আচার্যের লেখা বাঙালি মধ্যবিত্ত সম্পর্কে তাঁর সংক্ষিপ্ত নিবন্ধে। এই নিবন্ধটি প্রকাশিত হয় ২৮ সেপ্টেম্বর, ২০২৫ এই সময় সংবাদপত্রে উত্তর সম্পাদকীয় প্রবন্ধ হিসেবে।
Ashok Mitra's comments on the Bengali middle class
Ashok-Mitras-comments-on-the-Bengali-middle-class
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন