বাঙালি সম্পর্কে লর্ড এলগিনের মন্তব্য
বাঙালি সম্পর্কে লর্ড এলগিনের মন্তব্য :
“বাঙালি সত্যিই এক অদ্ভুত জাতি। আমরা যাই বলি না কেন, তারা হুবহু মেনে নেবে—এমনটা আশা করা ভুল। নিজের মগজ খাটিয়ে, জ্ঞানভিত্তিক বিচার বিশ্লেষণ করে তারা দৃঢ় মতামত গড়ে তোলে। প্রগতিশীলতায় অনেক সময় যেন মাত্রা ছাড়িয়ে যায়। ভারতে অন্য কোথাও আমরা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়নি।”
—লর্ড এলগিনউক্তিটি ইংরেজিতে পড়ুন 
উক্তিটির উৎস ও প্রসঙ্গ সম্পর্কে জানুন :
Lord Elgin's comments about Bengalis
Lord-Elgin's-comments-about-Bengalis
১৮৯৭ সালে তৎকালীন বড়লাট লাউট এলগিন এই মন্তব্য করেছিলেন। রিপোর্ট অন নেটিভ পেপার্স, ১৮৯৭, ইস্যু ৬ - নামে একটি প্রতিবেদন পাঠিয়েছিলেন লন্ডনে। এই প্রতিবেদনে তিনি বাঙালি জাতিকে প্রগতিশীল বলে উল্লেখ করেছিলেন। 
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন