প্রশাসনিক সংস্থার এক্তিয়ার সম্পর্কে বি আর গাভাই-এর মন্তব্য
প্রশাসনিক সংস্থার এক্তিয়ার সম্পর্কে বি আর গাভাই-এর মন্তব্য :
“কোন প্রশাসনিক সংস্থা একসঙ্গে বিচারক, জুরি ও দন্ডদাতা হতে পারে না। ভবিষ্যতে যেন কোন ভাঙচুর শুধুমাত্র আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হয়, তার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এই রায় স্পষ্ট করে দিয়েছে যে, ভারতের আইন ব্যবস্থা শাসিত হয় ‘আইনের শাসন’ দ্বারা (রুল অফ ল), বুলডোজারের শাসন দ্বারা নয়।”
— বি আর গাভাইউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
B. R. Gavai's comments on the Authority of Administrative Agencies
B.-R.-Gavai's-comments-on-the-Authority-of-Administrative-Agencies
বিচারপতি বি আর গাভাই বর্তমানে ভারতের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি গতকাল ৪ অক্টোবর ২০২৫, মরিশাসে আয়োজিত ‘স্যার মরিস রল্ট স্মারক বক্তৃতা’ দিতে গিয়ে এই মন্তব্য করেছেন। বক্তৃতার মূল বিষয় ছিল ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে আইনের শাসন।’
প্রশাসনিক সংস্থার এক্তিয়ার :
মরিশাসের প্রাক্তন প্রধান বিচারপতির স্মৃতিতে আয়োজিত এই বক্তৃতায় তিনি বলেন, ২০২৪ সালের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় স্পষ্ট করে দিয়েছে যে, ভারতে কোন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তার বাড়ি ভেঙে দেওয়া বেআইনি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কেননা তারা এখনো আদালতে দোষী প্রমাণিত হয়নি। এভাবে ভেঙে দিলে ঘটনাটি আইনের শাসন লঙ্ঘন করে এবং সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত মানুষের মাথা গোজার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিরুদ্ধে গিয়ে কোন প্রশাসনিক সংস্থা এভাবে একসঙ্গে বিচারক, জুরি ও দন্ডদাতা হতে পারে না। তাঁর কথায়—
“কোন প্রশাসনিক সংস্থা একসঙ্গে বিচারক, জুরি ও দন্ডদাতা হতে পারে না। ভবিষ্যতে যেন কোন ভাঙচুর শুধুমাত্র আইনি প্রক্রিয়া অনুসরণ করেই হয়, তার জন্য আমরা নির্দেশ দিয়েছি। এই রায় স্পষ্ট করে দিয়েছে যে, ভারতের আইন ব্যবস্থা শাসিত হয় ‘আইনের শাসন’ দ্বারা (রুল অফ ল), বুলডোজারের শাসন দ্বারা নয়।”
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন