প্যালেস্টাইন সম্পর্কে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মন্তব্য
প্যালেস্টাইন সম্পর্কে নেতাজি সুভাষ চন্দ্রের মন্তব্য :
“ভারতকে খন্ড খন্ড করার সব রকম ইংরেজ চক্রান্তকে আমরা সর্বশক্তি দিয়ে রুখবো। এই ধরনের ইংরেজ কার্যকলাপে আয়ারল্যান্ড আর প্যালেস্টাইন-এর কী দুর্দশা হয়েছে তা আমাদের কাছে শিক্ষণীয়।”
— নেতাজি সুভাষচন্দ্র বসুউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Netaji Subhas Chandra Bose's comments on Palestine
Netaji-Subhas-Chandra-Boses-comments-on-Palestine
১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বেতার ভাষণ সম্প্রচারিত হয়। বাসন্তী সম্প্রচারিত হয় আজাদ হিন্দ রেডিও থেকে। এই বেতার ভাষণে তিনি আন্তর্জাতিক পরিস্থিতির মূল্যায়ন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তার বিশ্লেষণ ও মূল্যায়ন করার চেষ্টা করেন। এই ভাষণের মধ্যেই তিনি ইংরেজদের ভারত বিভাজন সংক্রান্ত চক্রান্ত ও তার পরিণতি ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যায় তিনি আয়ারল্যান্ড এবং প্যালেস্টাইনকে উদাহরণ হিসেবে নিয়ে আসেন। উদ্দেশ্য, ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে খন্ড খন্ড করার যে চক্রান্ত ব্রিটিশরা করছিলেন তাঁর স্বরূপ তুলে ধরা।
এই ভাষণেই তিনি উল্লেখ করেন সেই বিখ্যাত পর্যবেক্ষণ যা আজও আমাদের কাছে শিক্ষণীয় হয়ে আছে। তিনি বলেছিলেন, “...ভারতকে খন্ড খন্ড করার সব রকম ইংরেজ চক্রান্তকে আমরা সর্বশক্তি দিয়ে রুখবো। এই ধরনের ইংরেজ কার্যকলাপে আয়ারল্যান্ড আর প্যালেস্টাইনের কি দুর্দশা হয়েছে তা আমাদের কাছে শিক্ষণীয়।”
প্যালেস্টাইনের প্রতি নেতাজী সুভাষচন্দ্র বসুর দৃষ্টিভঙ্গি এই বিশ্লেষণে বেশ খানিকটা পরিষ্কার হয়ে ওঠে। ইউরোপ এবং আমেরিকান সাম্রাজ্যবাদের ভয়ংকর ষড়যন্ত্র যা অধিকাংশ ভারতীয়র চোখ এড়িয়ে গেলেও তার চোখ এড়াইনি। তিনি উপলব্ধি করেছিলেন, প্যালেস্টাইন আর ভারতের মধ্যে পার্থক্য শুধু ভৌগোলিক। রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশেরই অবস্থা একই রকম। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে যা করতে পেরেছে, এখানে যদি সেটাই করতে সামর্থ্য হয় তাহলে ভারতের অবস্থাও হবে নয়া সাম্রাজ্যবাদের নাগপাশে বন্দি এক তথাকথিত স্বাধীন ভারত।
স্বাভাবিকভাবেই প্যালেস্টাইনের প্রতি নেতাজির সহমর্মিতা ছিল প্রগাঢ়। ১৯৩৯ সালের কংগ্রেস সভাপতি হিসাবে কংগ্রেস অধিবেশনে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেখানে প্যালেস্টাইনের সংগ্রামরত জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন