মেয়েদের শিক্ষা সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্য
মেয়েদের শিক্ষা সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্য :
“একজন বিলেত-ফেরত স্বামীর স্বল্পশিক্ষিতা স্ত্রী, আগে তো এ রকম বিয়ে হতো, কোনও অসুবিধা তো হতো না, তারা সারা জীবন সুখে কাটিয়েছে। নীরদ সি চৌধুরীর স্ত্রী খুব তো একটা বিদ্যেবতী ছিলেন না— দীর্ঘ দিন তাঁরা একসঙ্গে ছিলেন। হাইলি ইন্টেলেকচুয়াল এবং নন-ইন্টেলেকচুয়াল পাশাপাশি ঘর করে যাচ্ছে, কোনও তো অসুবিধে হয়নি।”
—শীর্ষেন্দু মুখোপাধ্যায়উক্তিটি ইংরেজিতে পড়ুন :
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Shirshendu Mukherjee's comments on girls' education
Shirshendu-Mukherjees-comments-on-Girls'-Education
( মানেটা কী? নীরদ সি চৌধুরী যা করেছেন তা সকলকে করতে হবে এই মাথার দিব্যিটা কে দিল? কার কী অসুবিধা হয়েছে বা হয়নি তা আপনি জানলেনই বা কীভাবে? বাইরে যা দেখছেন সেটাই সব? হাইলি ইন্টেলেকচুয়াল তো স্ত্রীও হতে পারেন আর হাজবেন্ড নন ইন্টেলেকচুয়াল। পারেন না? সেক্ষেত্রে এটা মিসোজিনিস্ট চিন্তাধারা নয়? এই একপেশে ভাবনা কীভাবে এ যুগে একজন স্বনামধন্য সাহিত্যিকের থাকতে পারে?)
----------------------------------------
'এই সময়' পত্রিকায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, ফেসবুকে প্রতিবাদ করলেন কাজরী বসু।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন