বর্ণাশ্রম সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্য
বর্ণাশ্রম সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্য :
“বর্ণাশ্রমকে তো আজকাল অস্বীকার করা হচ্ছে, এবং মনে হচ্ছে এটাকে ইললিগ্যাল বলার চেষ্টা করা হচ্ছে। লোকে এই নিয়ে এখন কথাবার্তা বলে না, এবং মানুষে-মানুষে সমান, এটাই বলা হয় আজকাল। কিন্তু তুমি যদি প্রকৃতির দিকে দেখো, সেখানে তুমি কী দেখতে পাও? একটা বুল ডগ আর একটা নেড়ি কুকুর তো সমান নয়!”
—শীর্ষেন্দু মুখোপাধ্যায়উক্তিটি ইংরেজিতে পড়ুন :
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Shirshendu Mukherjee's comments on Varnashrama
Shirshendu-Mukherjees-comments-on-Varnashrama
মনুবাদী অনুকূল ঠাকুরের শিষ্য লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন --
(অর্থাৎ সব মানুষ সমান নয়, তাই তো? আপনি যেহেতু বামুন তাই আপনি বুলডগ,বাদবাকি সকলে আপনার ভাষায় নেড়ি কুকুর? ব্রাহ্মণ বলেই উচ্চমানের আর তা না হলেই নিম্নমানের ? 
এ যুগে আপনি অসবর্ণ বিবাহের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন? আজও "অনার কিলিং" হয় এ রাষ্ট্রের ঘরে ঘরে এই অসবর্ণ বিবাহের কারণে, তা জেনেও? ) 
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন