নারী স্বাধীনতা সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্য :
নারী স্বাধীনতা সম্পর্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উক্তি :
“নারীর স্বাধীনতা বলতে ঠিক এই জিনিসটা বুঝি না। আমি চাকরি করব, ইটস ওকে— যেখানে দরকার পড়বে, করতে হবে। যেখানে দরকার নেই, করবে না— কী আছে!”
—শীর্ষেন্দু মুখোপাধ্যায়উক্তিটি ইংরেজিতে পড়ুন :
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Shirshendu Mukherjee's quote about women's freedom
Shirshendu-Mukherjees-quote-about-Womens-Freedom
“নারীর স্বাধীনতা বলতে ঠিক এই জিনিসটা বুঝি না। আমি চাকরি করব, ইটস ওকে— যেখানে দরকার পড়বে, করতে হবে। যেখানে দরকার নেই, করবে না— কী আছে!”
( করবে না কী আছে! তাই তো। আপনিই ঠিক করবেন কে চাকরি করবে কে করবে না৷ আপনিই স্বাধীনতা দেবেন? really? নারী স্বাধীনতা আপনার মতো লোকজনের দয়ার দান বুঝি? )
+++
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন