প্যালেস্টাইন সম্পর্কে পোপ চতুর্দশ লিওর মন্তব্য
প্যালেস্টাইন সম্পর্কে পোপ চতুর্দশ লিওর মন্তব্য :
“আমরা সবাই জানি যে, ইজরায়েল এখনো স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের দাবিকে আমল দেয়নি। আদৌ দেবে কিনা, নিশ্চিত নয়। তবে আমরা এটিকেই একমাত্র সমাধান বলে মনে করি।”
— পোপ চতুর্দশ লিওউক্তিটি ইংরেজিতে পড়ুন :
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Pope Leo XIV's comments on Palestine
Pope-Leo-XIVs-comments-on-Palestine
"We all know that at this time Israel still does not accept that solution, but we see it as the only solution,"
প্যালেস্তাইন 'স্বাধীন রাষ্ট্র' হলেই থামবে সংঘাত, বার্তা পোপেরও। গত রবিবার ৩০ নভেম্বর ২০২৫ তুরষ্ক থেকে লেবানন সফরে যাওয়ার পথে আট মিনিটের এক সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে গোপ লিও এই মন্তব্য করেছেন।
গত মে মাসে প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পরেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে বিশ্ববাসীর কাছে গাজার বুদ্ধ থামানোর আর্জি জানিয়েছিলেন তিনি। এ বার তার ‘সমাধানসূত্র’ দিলেন অ্যাথলিক খ্রিস্টানদের সবোচ্চ ধর্মগুরু গোগ চতুর্দশ লিও। রবিবার তুরস্ক থেকে লেবানন সফরে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পোপ লিও বলেন,
গত মে মাসে প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পরেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে বিশ্ববাসীর কাছে গাজার বুদ্ধ থামানোর আর্জি জানিয়েছিলেন তিনি। এ বার তার ‘সমাধানসূত্র’ দিলেন অ্যাথলিক খ্রিস্টানদের সবোচ্চ ধর্মগুরু গোগ চতুর্দশ লিও। রবিবার তুরস্ক থেকে লেবানন সফরে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পোপ লিও বলেন,
“ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে কয়েক দশক ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘাতের সমাধান একটাই— স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠা।”সপ্তাহ তিনেক আগে ভ্যাটিকানে গিয়ে গোণের সঙ্গে সাক্ষাৎ। করেছিলেন প্যালেস্তিনীয় প্রেসিডেন্ট মাহমুদ আবাস। সে বার শুধু ত্রাণের আশ্বাস নয়, পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে 'দ্বিরাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উপরেও পোশ জোর দেন বলে দাবি করেছিল একাধিক সংবাদমাধ্যম। এ বার অবশ্য পোপের বার্তা আরও সরাসরি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা সবাই জানি যে, ইজরায়েল এখনও স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র গঠনের দাবিকে আমল দেয়নি। আদৌ দেবে কি না, নিশ্চিত নয়। তবে আমরা এটিকেই একমাত্র সমাধান বলে মনে করি। আমরা ইজরায়েলেরও বন্ধু। বিবদমান দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করার একটা চেষ্টা করছি। চেষ্টা করছি এমন কিছু করতে, যা উভয়কেই ন্যায়সঙ্গত সমাধানের কাছাকাছি আসতে সাহায্য করে।'
একাধিক দেশের স্বীকৃতিপ্রাপ্ত প্যালেস্তাইন ‘রাষ্ট্র’র প্রেসিডেন্ট আব্বাসের সদর দপ্তর ওয়েস্ট ব্যাঙ্কের রাজধানী রামাল্লায়। প্যালেস্তাইনের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা প্রয়াত ইয়াসির আরাফাতের হাতে গড়া সংগঠন ‘ফাতা’র নিয়ন্ত্রণে থাকা ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও) এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছে ওয়েস্ট ব্যাঙ্কের একটা বড় অংশ। প্যালেস্তাইনের দাবি, তাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্তজাতিক মহলেরও একটা বড় অংশের সমর্থন রয়েছে।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যদিও বরাবরই স্বাধীন প্যালেস্তাইনের ধারণাকে অস্বীকার করে এসেছে। সম্প্রতি ইজরায়েলের সবচেয়ে বড় ‘বন্ধু’ দেশ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ইঙ্গিতে সমর্থন করেছে। নেতানিয়াহ তবু তাঁর নিজের অবস্থানেই অনড়। এখন দেখার পোপের দেওয়া সমাধানসূত্র প্যালেস্তাইনকে কতখানি বাড়তি অক্সিজেন দেয়!
তুরষ্ক থেকে লেবানন যাওয়ার পথে রবিবার (৩০/১১/২০২৫) মিনিট আটেকের সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করেন গোপ লিও। এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়েও তাঁর কথা হয়েছে। দুটি যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রেই তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন পোপ। তাঁর কথায়, “বিশ্বের নানা প্রান্তে অস্বাভাবিক ভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যতকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এ থেকে মুক্তির উপায় আমাদের খুঁজে বের করতেই হবে।”
তুরষ্ক থেকে লেবানন যাওয়ার পথে রবিবার (৩০/১১/২০২৫) মিনিট আটেকের সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করেন গোপ লিও। এই সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়েও তাঁর কথা হয়েছে। দুটি যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রেই তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন পোপ। তাঁর কথায়, “বিশ্বের নানা প্রান্তে অস্বাভাবিক ভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যতকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এ থেকে মুক্তির উপায় আমাদের খুঁজে বের করতেই হবে।”
------------xx-----------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন