বিদ্যা সম্পর্কে চাণক্যের উক্তি
বিদ্যা সম্পর্কে চাণক্যের উক্তি শিক্ষা সম্পর্কে চাণক্য বা কৌটিল্যের মন্তব্য “বিদ্যা বিনয় দেয়, সে বিনয়ভূষণ মানুষকে যোগ্য করে তোলে, যোগ্যতাই অর্থ উপার্জনের মূল, অতএব সুখেরও।” — চাণক্য (কৌটিল্য) উক্তিটি ইংরেজিতে পড়ুন : উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন : Chanakya's quotes about Knowledge Chanakyas-quotes-about-Knowledge “বিদ্যা দাদাতি বিনয়ং বিনয়য়াদ জাতি পাত্রতাম পাত্রতাদ ধন যদপ্নাদি ধনাদ্ ধর্মঃ ততঃ সুখম্।” এই সংস্কৃত শ্লোকটির বঙ্গানুবাদ হল উপরের উদ্ধৃতিটি। অর্থশাস্ত্রের লেখক চাণক্য বা কৌটিল্য উপরের শোলকটি লিখেছিলেন। এই শ্লোকের মধ্য দিয়ে তিনি একজন ব্যক্তির সুখী হওয়ার উপায় ব্যাখ্যা করেছেন।