ধর্ম সম্পর্কে ছত্রপতি শিবাজি
কোরআন একটি স্বর্গীয় গ্রন্থ। ঈশ্বরের বার্তাই কোরআন। কোরআন বলে যে ঈশ্বর সকল মুসলমানের, বস্তুত তিনি গোটা জগতের। ভালো হোক বা মন্দ হোক উভয়ই তাঁর সৃষ্টি। মসজিদে তাঁর কাছেই আমরা প্রার্থনা জানাই, মন্দিরে তাঁর উদ্দেশ্যেই ঘন্টা বাজাই। অন্য কোন ধর্মের বিরুদ্ধাচারণ করার অর্থ নিজের ধর্ম পরিত্যাগ করা। ঈশ্বরের নির্দেশকেই মুছে দেওয়া, যেন ঈশ্বরকেই দায়ী করা। আপনাকে তাই ভালো মন্দের মধ্যে বিভাজন করতেই হবে। একাজ খুব জরুরি, কারণ বিশ্বের যে কোন বস্তুকে কালিমালিপ্ত করার অর্থ, সেই বস্তুর স্রষ্টাকেও কালিমালিপ্ত করা। জিজিয়া তাই কোনভাবেই ন্যায্য নয়।
উৎস : জিজিয়া কর বিষয়ে ঔরঙ্গজেব লেখা শিবাজির চিঠি, চিঠি নং ৩, ১৬৫৭, গ্রন্থ 'Who was Shivaji?' - Govind Pansare, প্রকাশকাল - ডিসেম্বর ২০০৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন