‘ওয়াকফ আইন’ বিষয়ে ডেরেক ও’ব্রায়ান এর উক্তি
‘ওয়াকফ আইন’ বিষয়ে ডেরেক ও’ব্রায়ান এর উক্তি :
“এটা সংস্কার না, নিয়ন্ত্রণের বিষয়। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে প্রত্যক্ষ আঘাতের শামিল। ‘ওয়াকফ আইন’ সমতা লঙ্ঘন করে, ব্যক্তিগত স্বায়ত্তশাসন লঙ্ঘন করে।”
— ডেরেক ও’ব্রায়ানউক্তিটি ইংরেজিতে পড়ুন
উক্তিটির উৎস ও প্রসঙ্গ জানুন :
Derek O'Brien's statement on 'Waqf Law'
Derek-O-Briens-statement-on-Waqf-Law
কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল ২০২৫ পাস হওয়ার পর ব্যাপক বিতর্ক শুরু হয় সারা দেশজুড়ে। কারণ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক অধিকার সংক্রান্ত বিষয়ে রাজনীতিক ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।
এই প্রেক্ষাপটে ভারতীয় সুপ্রিমকোর্টে বর্তমান জারি হওয়া ওয়াকফ আইন ২০২৫ এর সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয় এই আইন ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ও ধর্মনিরপেক্ষ চরিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা বিচার করা এবং এই আইনকে বৈধতা দেওয়া যুক্তিযুক্ত কিনা সে বিষয়ে নির্দিষ্ট আইনি মতামত জানানোর জন্য।
এই প্রসঙ্গ নিয়ে ডেরেক ও’ব্রায়ান তাঁর নিজস্ব ব্লগে প্রশ্ন তুলেছেন, ‘আমি কি প্রকৃতই ভারতীয়?’ এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “এটা জমি বা আইনের প্রশ্ন নয়। এটা মর্যাদার প্রশ্ন। আমাদের সংবিধান দেশের সব নাগরিকের জন্য সমান অধিকার প্রদান করে না মুসলিমীয় কিছু লোকের জন্য?” তিনি আরো বলেন, “ওয়াকাপ সংশোধনী বিলের নাম রাখা হয়েছিল উম্মিদ বা আশা। আমার প্রশ্ন আশা কি হতাশায় রূপান্তরিত হচ্ছে? আমরা কি সার্বিক বিকাশের জন্য আইন তৈরি করছি না পায়রার গর্ত খুঁড়ছি?”
এই ব্যাখ্যা করতে গিয়েই তিনি দাবি করেন, “সাংবিধানের সপ্তম তফশিল অনুযায়ী জমি রাজ্যের বিষয়। আগামীকাল কেন্দ্র হিন্দু মন্দির গুলির বোর্ড দখলে নেবে? নাভির যার জমি দখল করবে? এটা সংস্কার না, নিয়ন্ত্রণের বিষয়। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে প্রত্যক্ষ আঘাতের শামিল। ওয়াকাপ আইন সমতা লঙ্ঘন করে, ব্যক্তিগত সাহিত্য শাসন লঙ্ঘন করে।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন